চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজারে গ্রামীন জনপদে উন্নতমানের সেবার প্রতিশ্রুতি নিয়ে ‘শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের’ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহীদউল্যাহ মেডিকেল সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের এমডি ডা. মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মালেক। শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের সহকারী পরিচালক মো. রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. মো. শরীফুল ইসলাম, নলুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাবিবুন নবী সুমন, সাধারন সম্পাদক টিপু সুলতান রিপন, ফেস দ্যা পিপল এর সহ উপস্থাপক সাংবাদিক মাসুদ মান্নানসহ আরো অনেকে।
পরে শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের ব্যাবসায়ীক সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নুরুল আমিন মজুমদার।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur