Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া নলুয়ায় সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন

কচুয়া নলুয়ায় সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন

মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (দুরুদ) উদযাপন উপলক্ষে চঁাদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে শনিবার সকালে দশম বারের মতো বিশাল র‍্যালী বের করা হয়েছে। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি কড়ইয়া ইউনিয়ন শাখা নলুয়া বাজারের ব্যবস্থাপনায় ও আ’লা হযরত ইমাম আহমদ রেযা খঁা (রহ:) পাঠাগার ও যুব কমিটির সার্বিক সহযোগিতায় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব,শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদসহ এলাকার সর্বস্তারের হাজার হাজার নবী (দ:) প্রেমিক মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহ করেন। র‍্যালিটি নলুয়া,সাহেদাপুর, দৌলতপুর,পালগিরি,লুন্তি,মনোহরপুর ও কচুয়ার মেইন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় নলুয়া বালুর মাঠে এসে শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে পরবর্তীতে বাদ আসর আলীগঞ্জ পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন, ব্রাহ্মনবাড়িয়া ফয়েজয়ী দরবার শরীফের পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। র‍্যালির উদ্বোধক ছিলেন, মুফতি নুরুল আলম মজুমদার। এসময় দেশ বরন্যে আলেমেদীন,কড়ইয়া ইউনিয়ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৩০ সেপ্টেম্বর ২০২৩