কচুয়া উপজেলার (উত্তর) নয়াকান্দি একুশে ইয়াং ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ঈদুল ফিতরের দিন নয়াকান্দি গ্রামের খেলার মাঠে এ উপলক্ষে ব্যতিক্রমী হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা বাচ্চাদের জলঢাঙ্গা,যুবকদের টিনে বল নিক্ষেপ ও বৃদ্ধদের হাঁস ধরার আয়োজন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
একুশে ইয়াং ফোরামের উপদেষ্টা প্রফেসর মো. মিজান সরকারের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু সালেহ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার।
এসময় ইউপি সদস্য বাচ্চু বেপারী,উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলুর রহমান,সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. জহিরুল ইসলাম,হাজী মো. শহীদ উল্যাহ,হাজী মো. দুলাল মিয়া,মো. মহসিন মিয়া ও মো. আকতার খান সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur