কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ৫টি শূণ্য পদের মধ্যে অফিস সহায়ক, নৈশ্য প্রহরী, আয়া, কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে নিরাপত্তাকর্মী পদে ১জন প্রার্থী উপস্থিত হওয়ায় ওই পদের পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য ৪টি পদে ১৫ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।
নিয়োগ পরীক্ষায় দায়িত্বে পালন করেন ওই বিদ্যালয়ের সভাপতি, ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ডা. ইসমাইল হোসেন সিরাজী, ডিজির প্রতিনিধি কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. এমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, বিদ্যালয়ের কো-অব সদস্য বিশ্বনাথ বসু।
এসময় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, সহকারি প্রধান শিক্ষক আহসান উল্লাহ বাবুল, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৪ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur