চাঁদপুরের কচুয়ায় ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট শনিবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল বারেকের সভাপ্রধানে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি, অধ্যাপক ডা. শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, উপজেলা জাতীয় পার্টির সদস্য এ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রুহুল আমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজানুর রহমান, কচুয়া উত্তর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলমগীর হোসেন, কড়ইয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুলতান মিয়া।
পরে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে মুজিবুর রহমান মুন্সীকে সভাপতি ও মানিক পাটওয়ারীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur