চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে মো: রাশেদুল হক যোগদান করেছেন। কচুয়া থানার সদ্য বিদায়ী ওসি তদন্ত মো. জিয়াউল হকের স্থলাভিশক্ত হয়েছেন তিনি। এর আগে তিনি কক্সবাজার জেলার পেটুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা সাবেক সরকারি কর্মকর্তা প্রয়াত সামছুল হকের সুযোগ্য সন্তান মো: রাশেদুল হক ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চট্টগ্রামের শীতাকুন্ড থানায় বাংলাদেশ পুলিশে যোগদান করে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্বপালন শেষে পদোন্নতী পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে প্রথমবারের মতো ১৭ নভেম্বর নতুন কর্মস্থল কচুয়া থানায় যোগদান করেন। নতুন এ কর্মস্থলে পুলিশি সেবা সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মীসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur