অতি সম্প্রতি প্রকাশিত কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া শিশু নিকেতনের ১৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে, ট্যালেন্টপুল: জোবায়দা ইসলাম জুঁই (প্রথম শ্রেনি), ফারহান আহমেদ (দ্বিতীয় শ্রেনি), খাদিজা আক্তার (তৃতীয় শ্রেনি)। সাধারন গ্রেড, লামিয়া সরকার (প্রথম শ্রেনি), সামিয়া ইসলাম (প্রথম শ্রেনি), ইসরাত জাহান মুন (দ্বিতীয় শ্রেনি), শাহরিয়ার আলম (তৃতীয় শ্রেনি), শামীম ওসমান (তৃতীয় শ্রেনি), শাওন সরকার সিয়াম (পঞ্চম শ্রেনি), আব্দুল আল সামী (পঞ্চম শ্রেনি), মাহমুদুল হাসান (পঞ্চম শ্রেনি), আনিকা আহমেদ রাইসা (পঞ্চম শ্রেনি) ও আতিকা আহমেদ রামিসা (পঞ্চম শ্রেনি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা মো: ওমর ফারুক জানান, এলাকার শিশু শিক্ষার চাহিদা মেটাতে বিদ্যালয়টি ২০১৪ সালে নতুন আঙ্গিকে একঝাঁক তরুন মেধাবী শিক্ষক ও পরিচালকদের নিয়ে তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনটির যাত্রা শুরু করা হয়। প্রতিবছর এ বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষা সমাপনী, কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তিসহ ফলাফলের দিক থেকে শতভাগ পাশসহ ভালো ফলাফল অর্জন করে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিদ্যালয়ের সভাপতি মো: মোতালেব মোল্লা, পরিচালক সদস্য মহসীন প্রধান, লিটন মাষ্টার, আব্দুর রহমান, মাসুম বিল্লাহ মাদানীসহ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া শিশু নিকেতনের ১৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন সচেতন অভিভাবকসহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur