চাঁদপুরের কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী দারাশাহী তুলপাই বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে দারাশাহী তুলপাই বাজার কমিটির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. মো. হারুনুর রশিদ (ছাতা) প্রতীকে ৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনার পাটোয়ারী (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট পান। ফখরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক পদে (মোরগ) প্রতীকে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বপন মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলআমিন (মাছ) প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় কোষাধ্যক্ষ পদে রাসেল মিয়া নির্বাচিত হয়েছেন।
বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বিগত সময়ে এ বাজারে ভোটের মাধ্যমে নির্বাচন হয়নি। যার কারনে চলতি বছর ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাজার কমিটির নির্বাচন করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৭৩ জন। ১৭৩জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩টি পদের বিপরীতে ১০জন প্রার্থীর মধ্যে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থীকে নির্বাচিত করেন। পরে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও দারাশাহী তুলপাই সপ্রাবি’র প্রধান শিক্ষক মোজাম্মদ নূরুল কবির।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: জাকির হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজ পাটেয়ারী, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক লায়ন লোকমান হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নব নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur