Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া তারুণ্যের উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
তারুণ্যের

কচুয়া তারুণ্যের উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল চৌধুরী।

কচুয়া উপজেলা শিল্পকলা একাডেমী, রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পিগোষ্ঠিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাছাইকরা শিল্পিরা এ অনুষ্ঠানে নৃত্য সহ সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানটি সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত দর্শকরা উপভোগ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২৫