কচুয়া বিশ্বরোড এলাকায় অবস্থিত ’কচুয়া ট্রমা হসপিটাল’ এর সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানের ছাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাঃ আবদুল হাই এর সভাপতিত্বে, গাজী গোলাম মোস্তফার পরিচালনা বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মোয়াদ্দেস মাওলানা মোঃ নুরুজ্জামান, জাফরুল হাসান, সফিকুল ইসলাম, প্রফেসার খোরশেদ আলম, হাবিব উন নবী সুমন, কচুয়া ইসলামিয়া হসপিটালের পরিচালক ফারুক মজুমদার, কামরুল হাসান প্রমুখ।
এ সময় শরীফুল ইসলাম জাহিদ, মহিন খান, মমিন আহমেদ জিসান, জুবায়ের রাসেল, মোঃ নোমানসহ স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সকলের সর্ব সম্মতিক্রমে ট্রমা হসপিটাল পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। ডাঃ মোঃ আবদুল হাইকে চেয়ারম্যান, তরিকুল ইসলামকে এম ডি, কমিটির অন্য সদস্যরা হচ্ছেন জাহাঙ্গীর আলম কমিশনার, গাজী গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম মাস্টার, আবুল কালাম, এমরান হোসেন জনি প্রমুখ।
উল্লেখ্য যে, বিগত ৮ বছর পূর্বে কচুয়া ট্রমা হসপিটালটি (প্রাইভেট) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কোনো শেয়ার হোল্ডারগন কোন ধরনের সুবিধা পায়নি বলে সদস্যগন দাবী করে। ৫ আগষ্ট (২০২৪) এর পর থেকে অবহেলিত শেয়ার হোল্ডারগন প্রতিষ্ঠানটি পুনরায় নতুন করে পরিচালনা কার্যক্রম শুরু করেন। তাই ৪ মাসে লভ্যাশেংর টাকা সকল শেয়ার হোল্ডারদের মাঝে আজ (সোমবার ৬ জানুয়ারী ২০২৫) বিতরন করে দৃষ্টান্ত স্থাপন করেন নতুন পরিচালনা কমিটি। অর্থ্যাৎ ৭ বছর পর এ প্রথম শেয়ার হোল্ডারগন লাভের অংশ পেয়ে সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ জানুয়ারি ২০২৪