চাঁদপুরের কচুয়া উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমির খন্দকার মাওলানা মো. হারুনুর রশিদ কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মধ্য রাতে ঢাকার ইউরো বাংলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শনিবার বাদ জোহর উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বিগত আওয়ামী সরকারের সময়ে একাধিকবার মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবরণসহ হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন।
মরহুমের জানাজা অনুষ্ঠানে কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকির পরিচালনায় এসময় কচুয়া উপজেলা জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়কারী মো: শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট আবু তাহের মেজবাহসহ অসংখ্যা মুসল্লিগন এ জানাজা অনুষ্ঠানে যোগদান করেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur