কচুয়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দক্ষিন বাজারস্থ আলহাজ¦ রুহুল আমিন চেয়ারম্যান মার্কেটে অবস্থিত কচুয়া জমিলা ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর বিদায় উপলক্ষে আলোচনা, স্মৃতি চারন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রেশমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক খোলা কাগজ এর কচুয়া প্রতিনিধি মোঃ আতাউল করিম।
এসময় কচুয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওমর ফারুক সায়েম, বিদ্যালয়ের শিক্ষক ফারজানা মনি, মেহেদী হাসান, কবিতা রাণী, পপি রাণী (১), পপি রাণী (২), জান্নাত আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ বছর এ বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা কওে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ডিসেম্বর ২০২৪