চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাঙ্গিনী-নুরপূর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কে এম সোহেল রানা স্বাক্ষরিত নির্বাচনি তফসীল ঘোষনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঘোষিত তফসীল অনুযায়ী প্রার্থীগন ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দান, ২৯শে এপ্রিল মনোনয়ন পত্র বাছাই, ২ মে মনোনয়ন প্রত্যাহার ও ১৪ মে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩৫৪ জন অভিভাবক ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকারের মাধ্যমে ৪ জন সদস্য নির্বাচিত করবেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur