চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর গ্রামের বিল্লাল হাজী নতুন মার্কেটে নতুন উদ্যোমে উন্নত দন্ত সেবার প্রতিশ্রুতি নিয়ে হালিমা ডেন্টাল কেয়ার ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর উত্তর পালাখাল মোড় সংলগ্ন তানিয়া বেকারির পাশে হালিম ডেন্টাল কেয়ারের কার্যালয়ে এ উপলক্ষে চেম্বারটির সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবক ডা. মো. গোলাম মোস্তফা, ভবন মালিক মো. বিল্লাল হোসেন, সমাজসেবক মো. আব্দুল হালিম, আব্দুস সাত্তার, লুৎফুর রহমান, হারুনুর রশিদ, বাশিদ মিয়া ও হালিমা ডেন্টালের পরিচালক ডেন্টিষ্ট মো. সোহরাব হোসেন সিয়ামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হালিমা ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিষ্ট মো. সোহরাব হোসেন সিয়াম বলেন, তেগুরিয়া স্কুল সড়কের চাংপুর হাজী সুপার মার্কেটে আমার আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। নতুন এ স্থানে স্থানীয় দন্ত সেবা প্রত্যাশীদের সহজে হাতের কাছে স্বল্প খরচে সবধরনের সেবা প্রদানের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। সকলে আমার এ প্রতিষ্ঠানে এসে সেবা গ্রহনের জন্য আহবান জানাচ্ছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur