চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আওতাধীন ‘রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫ শান্তিপূর্ন ভাবে স¤পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে প্রথম বারের মতো ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা পরিষদ হলরুমে ২টি বুথে ২৩২জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৭ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী হাডডা-হাডিড লড়াই করেন। তন্মেধ্যে মহিলা সদস্য পদে মোসা: ইয়ামমিন আক্তার ইলা আগেই বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিউলী বেগম। নির্বাচন পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী, এসিল্যান্ড আবু নাসির, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাবিবুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দগন।
নির্বাচনে বিজয়ীরা হলেন,যুগ্ম সাধারণ স¤পাদক পেদ ৭৬ ভোট পেয়ে সাব্বির হোসেন রিয়াদ, তার নিকটতম প্রার্থী মো. শাহ ইমরান পেয়েছেন ৬৬ ভোট। সাংগঠনিক স¤পাদক পদে ৬৪ ভোট পেয়ে ওমর ফারুক সাইম, তার নিকটতম প্রার্থী মো. ফারুক হোসেন পেয়েছেন ৫৩ ভোট। কোষাধ্যক্ষ পদে ৮৭ ভোট পেয়ে একেএম জাহাঙ্গীর হোসেন সুমন, তার নিকটতম প্রার্থী মো. শাহ ফয়সাল হোসেন পয়েছেন ৬৭ ভোট।
সমাজ কল্যাণ বিষয়ক পদে ১০১ ভোট পেয়ে মোঃ আবু সাইদ মেম্বার, তার নিকটতম প্রার্থী মো. আশরাফুল আলম রিজন পেয়েছেন ৮৯ ভোট।
প্রচার স¤পাদক পদে ১৩০ ভোট পেয়ে মো. ইমাম হাসান, তার নিকটতম প্রার্থী মো. আব্দুর রহিম রানা পেয়েছেন ৫৬ ভোট ও নির্বাহী সদস্য পদে ১১০ ভোট পেয়ে মো.ইমাম হোসেন নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ৮৯ ভোট।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur