চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধানকে প্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার পাথৈর গ্রামের নিজ বাড়ি থেকে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া দেশব্যাপী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের নামে নাশকতার মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। যদিও মোস্তফা কামাল প্রধানের পরিবারের পক্ষ থেকে এটি হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্র মূলক মামলা হিসেবে দাবী করে এবং দ্রুত তার মুক্তির দাবী জানান।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটককৃত ছাত্রদল নেতা মোস্তফা কামালের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে। ওই মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur