বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর উদ্যোগে উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েল ও টিস্যু পেপার বিতরন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মাহবুবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : আমির হোসেন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান পাঠান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য সচিব মনজুর আলম সেলিম, যুগ্ম আহবায়ক গাজী মো: শাহজালাল সিরাজ,কচুয়া পৌর বিএনপির আহবায়ক মো : হাবিব উল্যাহ হাবিবসহ আরো অনেকে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাও: মো: আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো: মোস্তাফা কামাল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো : মাসুদ মোল্লা,মো: আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাহিদুল ইসলাম রাজু। এ সময় ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ মার্চ ২০২৫