সারাদেশের ন্যায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের পরিচালনায় উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন কচুয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা, শাজলীয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি, কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ জাকির উল্লাহ শাজুলি, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল আলিম লিটন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এমদাদ উল্লাহ, ইসলামি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার কর্মকর্তা মোঃ হাসানসহ অনেকে বক্তব্য রাখেন। এ ছাড়া কচুয়া পৌরসভা এ দিবসটি উদযাপন করা হয়।
পৌর সভার হল রুমে সকাল ১০ টার দিকে অফিস সহকারী নাসির আলম নসুর পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, হিসাব রক্ষক ইমাম হোসেন পিন্টু, কর নির্ধারক মহসিন রেজা, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, কাউন্সিলর আমিনুল ইসলাম, আবদুল মান্নানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কচুয়া ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা জামাল হোসাইন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur