চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার,নিন্দপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ কৃষকলীগের কেদ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আলহাজ¦ মো. ইসহাক সিকদার-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার মসজিদে মাগরিবের নামাজ পড়া শেষে বাসায় ফেরার পথে রাজধানীর শান্তিনগরের বাসার গেইট থেকে তাকে ডিবি পুলিশ আটক করে বলে তার পরিবার দাবি করছেন এবং তার বিরুদ্ধে কোন এজাহার নামীয় কোন মামলা নেই বলেও জানান। মামলা ছাড়াই তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সিকদার-কে আটকের বিষয়টি জানা নেই বলে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার নিন্দপুর গ্রামের অধিবাসী মরহুম রাজা মিয়া সিকদারের পুত্র আলহাজ¦ মো. ইসহাক সিকদার বৃহত্তম বিতারা ইউনিয়ন পরিষদের পর পর টানা তিন বারের ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur