কচুয়ার সাচার বাজারে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি যেন মরন ফাঁদ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজারের প্রবেশ পথ দক্ষিণ বাজারের সুরমা বাস কাউন্টার সংলগ্ন তিনটি বৈদ্যুতিক খঁুটি যেন মরন ফঁাদে রূপ নিয়েছে। হাই ভোল্টেজের এ তিনটি বৈদ্যুতিক খঁুটির কারনে যান চলাচল ও যাত্রী সাধারনের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা গেছে, কোটি টাকা ব্যায়ে নির্মিত সাচার মেইন বাজারে সুরমা কাউন্টারের সামনে কয়েকবছর পূর্বে অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তিনটি হাই ভোল্টেজের খঁুটি স্থাপন করেন। ওই খঁুটি থেকে বিশাল আকারের ট্রান্সফর্মার বসিয়ে বাজারের বিভিন্ন দোকানগুলোতে বিদ্যুাতের মিটার সংযোগ দেয়া হয়েছে। গত ৪ জুলাই কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি সাচার দক্ষিণ বাজারের মেইন গলিতে অবৈধভাবে বসা ফলের দোকান ও অন্যান্য টং দোকানগুলো স্থায়ী ভাবে উচ্ছ্বেদ করেন। ফলে যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দূরপাল্লাগামী যাত্রীগন নির্ভিঘ্নে বাজারের এ সড়ক দিয়ে যাতায়াত করছে। কিন্তু এতে বাধঁা হয়ে দাড়িয়েছে পল্লী বিদ্যুতের সাটানো তিনটি খঁুটি। জনস্বার্থে বিদ্যুাতের এই তিনটি খঁুটি সড়িয়ে সুবিধামতো একপাশে পুনরায় স্থাপন করার দাবী জানিয়েছেন সচেতন মহল।

এ ব্যাপারে সাচার পুলিশ ফঁাড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বাজারের অবৈধ দোকানপাট গুলো সড়ানোর দীর্ঘদিনের দাবী ছিলো এলাকাবাসীর। বর্তমানে সড়ক ফঁাকা করা হলেও তিনটি বৈদ্যুতিক খুঁটির কারনে যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। তাই জনস্বার্থে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এ তিনটি বৈদ্যুতিক খঁুটি অন্যত্র সড়িয়ে দেয়ার দাবী করছি।

এ ব্যাপারে সাচার পল্লী বিদ্যুাৎ জোনাল অফিসের এজিএম মো. মাসুম মিয়া জানান, বিষয়টি খেঁাজ খবর নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ জুলাই ২০২৪

Share