কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান যোগদান করেছেন। তিনি গত বুধবার (২৫ ডিসেম্বর) কচুয়া থানা থেকে সাচার পুলিশ ফাঁড়ির নয়া দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি গত ৪ সেপ্টেম্বর কচুয়া থানায় যোগদান করেন।
চট্টগ্রাম জেলার পটিয়া থানার জলঘাট গ্রামের বাসিন্দা মো. শাহজাহান ১৯৯৬ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন (পিবিআই)-এ এসআই পদে ঢাকায় যোগদান করে পরবর্তীতে সুনামের সাথে কুমিল্লা, ফেনী ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। এদিকে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই হিসেবে নতুন দায়িত্ব পালনে ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াসহ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৮ ডিসেম্বর ২০২৪