মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পরে নিহত কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন বারৈয়ারা (দিঘীরপাড়) গ্রামের মোল্লা বাড়ী অধিবাসী মো. তাজ উদ্দিনের বড় ছেলে যুবক মো. আরিফ হোসেন (২৮) এর লাশ দাফন করা হয়েছে। প্রবাসী আরিফ হোসেন গত শনিবার মালয়েশিয়ায় একটি উচুঁ নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবন থেকে ছিটকে পড়ে মারা যান।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আরিফ হোসেনের মরদেহ বৃহস্পতিবার নিজ এলাকায় এনে জানাজা শেষে বারৈয়ারা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ হোসেন চরমোনাইর দরবার শরীফের একজন মনে প্রাণে ভক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। আরিফ হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur