চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়েজ আহম্মেদ তালুকদারকে ফুলেল সু-সজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য মোঃ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালেহ আব্দুল্লার পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ফয়েজ আহম্মেদ তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরনময় ভৌমিক, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ মনির হোসাইন, সমাজ সেবক আবুল খায়ের, সাবেক শিক্ষক মোখলেছুর রহমান, সাংবাদিক আকাশ মিয়াজী, জিসান আহমেদ নান্নু, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নাছির উদ্দিন প্রধান, জাকির হোসেন, কামাল হোসেন, সাবেক শিক্ষার্থী জুনায়েদ গাজী, আবিদ মোল্লা, জুনায়েদ আহম্মেদ পিয়াস, বর্তমান শিক্ষার্থী সাফিয়া আক্তার ও আফরিন নাহা প্রমুখ।
পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের উপহার সামগ্রী দিয়ে ফুলে সজ্জিত গাড়িতে তাদের বাড়িতে পৌছে দেয়া হয়। এসময় বিদায়ী দুই শিক্ষক দু’হাত তুলে অশ্রুসজল চোখে তাদের প্রিয় দীর্ঘদিনের প্রতিষ্ঠান থেকে অবসর জনীত বিদায় নেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur