কচুয়ার বাইছারা গ্রামে শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মুজিবনগরখ্যাত ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বাইছারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন মজুমদার, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহীদ সরকার, সাধারন সম্পাদক আবুল বাশার প্রধান, আওয়ামীলীগ নেতা মির্জা আলমগীর, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকারসহ কয়েক শ’তাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ আগস্ট ২০২৩

Share