কচুয়া পৌর সদরের কড়ইয়া রোডে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় দারুল হুদা তাহফিজুল কুরআন মাদরাসা। বিশ্বজয়ী কুরআনের হাফেজ শায়খ হাফেজ ক্বারী নাজমুল হাসান এর সার্বিক তত্ত্ববধানে মো. ইয়াকুব ভূঁইয়া এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
এ মাদ্রাসায় আদর্শ নূরানী,নাজেরা,হিফজুল কুরআন ও হিফজ রিভিশন বিভাগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে। তিনজন শিক্ষক প্রতিনিয়ত আবাসিক-অনাবাসিক ও ডে কেয়ারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার লক্ষে শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী ইউসুফ আদনান জানান, ব্যবসায়িক উদ্দেশ্য নয়,দ্বীনি ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইহকাল ও পরকালের নাজাতের উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানটি করা হয়েছে। তিনি বলেন, দ্বীনি ইসলাম যারা গ্রহন করে তাদের জীবন ধন্য। আমরা দ্বীনি শিক্ষা গ্রহনের জন্য সবাইকে আহ্বান জানান। পাশাপাশি নতুন শিক্ষার্থী ভর্তি করে মাদরাসাটিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ জুন ২০২৩