চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে এলাকার শিক্ষিত বেকার জনগোষ্ঠিকে বই পড়ায় মনোনিবেশ করতে পাঠাগার স্থাপন করতে চান বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষানূরাগী ও নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. তাবারক উল্লাহ। সম্প্রতি তিনি এ নিয়ে নূরপুর গ্রামে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষানূরাগী ও নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. তাবারক উল্লাহ বলেন, আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছি। দিন দিন এলাকার যুব সমাজ মাদক ও অশ্লীল কাজের সাথে জড়িত হচ্ছে। তাই এলাকার যুব সমাজকে ও সকল শ্রেনি পেশার মানুষকে বই পরার অভ্যাস গঠন করার মাধ্যমে একটি পাঠাগার স্থাপনের বিকল্প নেই। বিশেষ করে পাঠাগারটি স্থাপন হলে নূরপুর, খিলা, বড় তুলাগাঁওসহ আশেপাশের এলাকা আলোকিত হবে। তাই আগামী কিছুদিনের মধ্যে এলাকার সকলের পরামর্শ নিয়ে নুরপূর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঝামাঝি স্থানে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিবো।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ নভেম্বর ২০২৪