কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের বই উৎসব
কচুয়া উপজেলার এতিহ্যবাহী অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরন করা হয়। নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাও. ওমর ফারুক, বিদ্যালয়ের পরিচালক সদস্য মহসীন প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অন্যান্য বছরের ন্যায় এবছরেও এ বিদ্যালয়ের ১৪জন শিক্ষার্থী কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের আওতায় টেলেন্ট ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
৪ জানুয়ারি ২০২৬