Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের বই উৎসব
তেগুরিয়া

কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের বই উৎসব

কচুয়া উপজেলার এতিহ্যবাহী অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে পহেলা জানুয়ারী বই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। বুধবার উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রথম থেকে তৃতীয় শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরন করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাও. ওমর ফারুক, বিদ্যালয়ের পরিচলাক সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, সমাজ সেবক সিদ্দিকুর রহমান প্রধান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জানুয়ারি ২০২৪