কচুয়ার চাংপুর এলাকার খোরশেদ আলমের ভূঁইয়া মুদি ও কনফেকশনারি দোকানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাতে ওই দোকানের তালা ভেঙে অজ্ঞাত চোরের দল দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
দোকান মালিক খোরশেদ আলম ভূঁইয়া জানায়, আমি ঘটনার রাতে চট্টগ্রাম ছিলাম। আমার ছেলে দোকানে ছিলো। চুরির খবর পেয়ে সোমবার সকালে বাড়িতে আসি। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চুরির সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে ওই ইউনিয়নে বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur