Home / উপজেলা সংবাদ / কচুয়ার গণকবরস্থানের বাউন্ডারী নির্মাণে অর্থসহায়তা পেল গ্রামবাসী
গণকবরস্থানের

কচুয়ার গণকবরস্থানের বাউন্ডারী নির্মাণে অর্থসহায়তা পেল গ্রামবাসী

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে শুয়ারুল গণকবরস্থানে বাউন্ডারী নির্মাণে ৬ লক্ষ টাকার অনুদান বাজেট অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কচুয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: আব্দুল আলীম লিটন স্বাক্ষরিত সম্প্রতি এই এ অর্থ অনুমোদন দেয়া হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে- কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামবাসীর একমাত্র গণকবরস্থানটি উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল। বর্ষা ও বৃষ্টি মৌসুমে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ গণকবরস্থানটি হওয়ায় মানুষ মারা গেলে দাফন কাজে কষ্টকর হত।

শুয়ারুল গ্রামের তরুণ সমাজসেবক মো: নবীর হোসেন এর আন্তরিক প্রচেষ্টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উদ্যোগে এ গ্রামবাসীর গণকবরস্থানে সার্বজনীন সামাজিক, অবকাঠামো উন্নয়ন ২ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন অর্থ বছরে ওই গণকবরস্থানে বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ৬ লক্ষ টাকার প্রাক্কলিত অনুমোদন দেয়া হয়। স্থানীয়রা জানান- নবীর হোসেনের প্রচেষ্টায় এর আগেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমে গণকবরস্থানের যাতায়াত নির্মাণ, বিদ্যুৎ সংযোগসহ ব্যাপক উন্নয়ন করা হয়। ফলে এলাকাবাসীর পক্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ ডিসেম্বর ২০২২