কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলুকে গণসংবর্ধনা

জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি কনফারেন্স রুমে কচুয়া উপজেলা সমিতি-ঢাকা’র উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে এ সংবর্ধনা দেয়া হয়।

ঢাকাস্থ-কচুয়া উপজেলা সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একে.কে.এম আব্দুল মোতালেব-এর সভাপতিত্বে টেলি কনফারেন্স এ বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সমিতির সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবীর মিয়াজীর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ড. শাহ এমরান, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি. এম আতিকুর রহমান, কচুয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, যুগ্ম সচিব মিজানুর রহমান, গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিফায়েত উল্লাহ শরীফ, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, রাজনৈতিক নেতা মোঃ শাহাজান, এড. দেলোয়ার পাটোয়ারী, এড. আব্দুল খালেক, মাহমুদ হাসান মুকুল প্রমুখ।

এ সময় ঢাকায় বসবাসরত কচুয়ার বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ, ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ এপ্রিল ২০২৩

Share