কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মাও. মো. আমিনুল ইসলাম আর বেচেঁ নেই (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ওইদিন বাদ আছর জানাজা শেষে মরহুমের লাশ মনপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত স্কুল শিক্ষক মাও. মো. আমিনুল ইসলাম উপজেলার কাদলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ গাজী মোঃ ইউসুফের গর্বিত বাবা ছিলেন। তার মৃত্যুতে কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। মরহুমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৪ নভম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur