কচুয়া উপজেলার উত্তর নয়াকান্দি একটি আলোকিত গ্রাম। স্বাধীনতা সংগ্রাম কালীন এ গ্রামে যুদ্ধের স্মৃতি বিজরিত এই গ্রামে জনসংখ্যা তুলনামূলক কম হলেও গ্রামের অধিকাংশ মানুষ সু-শিক্ষিত ও কর্মজীবি। বিশেষ করে এই গ্রামের একজন আলোকিত মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইদ্রিস মিয়া মাষ্টার। তিনি যেমনই তার ছেলে-মেয়েদের সু-শিক্ষিত করে উচ্চ পর্যায়ে নিয়েছেন, তেমনই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। মরহুম ইদ্রিস মিয়ার স্বপ্ন পূরনে দিনরাত কাজ করে যাচ্ছেন তার জৈষ্ঠ্য সন্তান ভোলা জেলার ওয়াটার সেক্টরে কর্মরত সমাজ বিজ্ঞানী, প্রফেসর মো. মিজান সরকার। তিনি একাধারে এলাকার সামাজিক মানবিক ও শিক্ষার প্রসারে নানা মুখী পদক্ষেপের মাধ্যমে এলাকাকে এগিয়ে নিচ্ছেন।
প্রফেসর মিজান সরকার জানান, আমার বাবা প্রয়াত ইদ্রিস মিয়া একজন স্কুল শিক্ষক ছিলেন। বাবার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিশেষ করে এ এলাকাকে এগিয়ে নিতে আমার প্রয়াত বাবা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ইদ্রিস মাষ্টার ও পূর্ব পুরুষদের স্বপ্ন পূরনে ও এলাকাকে এগিয়ে নিতে প্রায় ২শ বছর পূর্বে প্রতিষ্ঠিত পারিবারিক কবরস্থানটি নানা কারনে সুসজ্জিতভাবে সংরক্ষিত হয়নি। তাই নতুন করে কবরস্থানের পবিত্রতা রক্ষায় ও সার্বিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে চারদিকে বাউন্ডারি সীমানা দেয়ার উদ্যোগ নিয়েছি। এতে করে কবরস্থানটি আধুকায়নের পাশাপাশি স্থায়ীভাবে নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরো জানান, আমাদের উত্তর পালাখাল, নয়াকান্দি ও আশারকোটা গ্রাম নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা গঠিত। এ এলাকায় প্রতিবছর ৩টি মাহফিল পালনসহ ঈদ উৎসবে যুগ যুগ ধরে একত্রিত হয়ে মেল বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমরা আদর্শ গ্রাম গঠনে হিংসা-হানাহানি মুক্ত ন্যায়পরান সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।
স্থানীয় অধিবাসী ও সাবেক ইউপি সদস্য মো. জিলানী জানান, মিজান সরকার আমাদের গ্রামের গর্ব। তার সার্বিক প্রচেষ্টায় গ্রামের মসজিদ, মাদ্রাসা, গনকবরস্থানসহ এলাকার শিক্ষামূলক কর্মকান্ড এগিয়ে যাচ্ছে। আমরা তার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জানুয়ারি ২০২৪