কচুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল বৃহস্পতি ও শুক্রবার

ভারতীয় উপ-মহাদেশের অন্যতম প্রখ্যাত ওলিয়ে কামেল ক্বারী ইব্রাহিম (রহ.) এর চাঁদপুরের কচুয়া উপজেলার উজানীতে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠানের সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি। প্রতি বছরের ন্যায় এ বছরও বেশ কিছু সংখ্যক দেশ বরেণ্য ওলামায়েকেরামসহ লক্ষ লক্ষ মুসল্লি ঐতিহ্যবাহী এ মাহফিলে অংশগ্রহন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২৪

Share