কচুয়ায় ইঞ্জি. হাবিবুর রহমানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
রাাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে অন্যতম ২৫ তম দফা শিক্ষা বাস্তবায়নে চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা রোপন করা হয়েছে।
রবিবার সকালে অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের উদ্যোগে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবু তাহের পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামাল, বিএনপি নেতা আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মোল্লাসহ অন্যান্য শিক্ষক, দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ডায়েরিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন এবং তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ সেপ্টেম্বর ২০২৫