সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় ৭ কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী সাহিদা আক্তার (৫৫) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কচুয়া থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, এস আই মিন্টু কুমার ধরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত বলে শিকার করেছেন গ্রেফতার ওই নারী। তাকে চঁাদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুলাই ২০২৫