চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃধা বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র রাজমিস্ত্রি জিসান মিয়া (২১) নামের এক যুবক টানা ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শনিবার বিকেলে জিসান তার নিজ বাড়ি থেকে বিতারা বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে তার বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন।
দেলোয়ার হোসেন জানান, তার ছেলে জিসান পেশায় রাজমিস্ত্রির কাজ করতো। কয়েকমাস পূর্বে মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখোলা গ্রামে সে বিয়ে করে। তবে পুত্রবধূ বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন নীরিহ দেলোয়ার হোসেন।
কোন সুহৃদয়বান ব্যক্তি যুবক জিসানের সন্ধান পেলে পেলে ০১৮৩৩-০১৬২৬০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ জুন ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur