কচুয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ২দিন ব্যাপি মঙ্গলবার মেলার সমাপনী দিনে বিজ্ঞান বিষয়ক অলম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপজেলা নিবাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, ওসি তদন্ত হারুন অর রশিদ, আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে সিনিয়র ও জুনিয়র গ্রুপ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur