চাঁদপুরের কচুয়ায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী রবিউল হাসান সোহাগ নামের এক আসামী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আজ রোববার যৌতুক বিরোধ আইনের ধারায় সিআর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী রবিউল হাসান স্বেচ্ছায় কচুয়া থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
আটককৃত আসামী রবিউল হাসান সোহাগ উপজেলার রাজাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। আটককৃত আসামি রবিউল হাসানকে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur