Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৩৯টি পূজামণ্ডপে সহায়তা দিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন
পূজামণ্ডপে

কচুয়ায় ৩৯টি পূজামণ্ডপে সহায়তা দিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন

চাঁদপুরের কচুয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ৩৯টি শারদীয় দূর্গাপূজা মণ্ডপে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। সোমবার সন্ধ্যায় সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের কার্যালয়ে উপজেলার ৩৯টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি এবং প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকাসহ মোট ৫লক্ষ টাকার ব্যক্তিগত অনুদান প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোশাররফ হোসেন মিয়াজী বলেন, কচুয়ায় বিগত সময়ে কি হয়েছে তা আমার জানার বিষয় নয়, বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে শারদীয় পূজা অনুষ্ঠান পালন করবে এবং তাদের সার্বিক সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিবুলাল সাহা’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান,যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান পাঠান,মকবুল হোসেন মিয়াজী,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান স্বপন,যুগ্ন আহ্বায়ক কাউছার আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল,সাধারন সম্পাদক গাজী আব্দুর রশিদ,সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতির সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু,সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন,যুগ্ন সাধারণ সম্পাদক মানিক ভৌমিক,উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার ও উপজেলা গীতা স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজীব চন্দ্র শীল সহ আরো অনেকে।

এসময় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ অক্টোবর ২০২৪