কচুয়ায় ৩৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। যে উৎসবে থাকে না মানুষে মানুষে উঁচু-নীচু ভেদাভেদ। সৃষ্টি হয় ভ্রাতৃত্বের। সেই শারদীয় উৎসব সারা দেশের ন্যায় কচুয়া উপজেলায় ৩৮টিপূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমার কাজ সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলার যেসব পুজা মন্ডপে এ বছর শারদীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা অনুষ্ঠিত হবে- কচুয়া পৌরসভায় ৬টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির মাছিমপুর, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির করইশ বেপারী বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির কড়ইয়া কালী মন্দির, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির কোয়া পোদ্দার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির কোয়া দাস বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির কান্দারপাড়। ১নং সাচার ইউনিয়নে ৮টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাচার জগন্নাথ ধাম, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাচার পোদ্দার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাচার ঘোষ বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাচার মধ্যপাড়া, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাচার দাসপাড়া, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির বায়েক কালী বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির বায়েক সরকার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির গোগরাবাড়ি কালী মন্দির। ৩নং বিতারা ইউনিয়নে ৩টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির উ: শিবপুর বসু বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির মাঝিগাছা, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির বিতারা পাল বাড়ি। ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ৩টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির পালাখাল সাহা বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির তিলকীয়া ভিটি বেপারী বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির দোয়টী নিশি হালদার বাড়ি। ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ১টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির আলীয়ারা বেজ বাড়ি। ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে ২টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির দারচর দাস বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির জলা তেতৈয়া।
৭নং কচুয়া দক্ষিন ইউনিয়নে ৪টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির ঘাগড়া আখরা বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির উঃ রাজাপুর সরকার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির কোমরকাশা শীলবাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির তুলপাই সাহাবাড়ি। ৯নং কড়ইয়া ইউনিয়নে ৩টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির হায়াৎপুর বড়বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির ডুমুরিয়া আখড়া বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির সাদিপুরা পঞ্চরাম সরকার বাড়ি । ১০নং গোহট দক্ষিন ইউনিয়নে ৩টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির বেদপুর মজুমদার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির নাউলা দত্তবাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির নাউলা বড় দাশ বাড়ি। ১১নং গোহট উঃ ইউনিয়নে ১টি- গোবিন্দপুর দাস বাড়ি। ১২নং আশ্রাফপুর ইউনিয়নে ৪টি- শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির চাঙ্গিনি দুর্গাবাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির চাঙ্গিনি মজুমদার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির পিপলকড়া বেনু মজুমদার বাড়ি, শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির পিপলকড়া বিমল মেম্বার বাড়ি।
এদিকে কচুয়া উপজেলায় উৎসব শারদীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা ধর্মীয় ভাবগম্ভীর্য ও শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রস্তুতীমূলক সভা সহ কঠিন নিরাপত্তার ভূমিকায় কাজ করে যাচ্ছে। আগামী ১১ আশি^ন ১৪৩২ বঙ্গাব্দ ২৮ সেপ্টেম্বর-২৫ রবিবার দেবীর ষষ্ঠী বিহীত পূজা (অধিবাস), ১২ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ২৯ সেপ্টেম্বর-২৫ সোমবার সপ্তমী বিহীত পুজা, ১৩ আশি^ন ১৪৩২ বঙ্গাব্দ ৩০ সেপ্টেম্বর-২৫ মঙ্গলবার দেবীর মহা-অষ্টমী বিহীত পূজা, ১৪ আশি^ন ১৪৩২ বঙ্গাব্দ ১লা অক্টোবর বুধবার মহা-নবমী বিহীত পূজা, ১৫ই আশি^ন ১৪৩২ বঙ্গাব্দ ২রা অক্টোবর-২৫ বুহস্পতিবার দেবীর বিজয়া দশমী বিহীত পুজা শেষে প্রতিমা বিষর্জনের মাধ্যমে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হবে। এবার দেবীর গজে আগমন ও দোলায় গমন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ সেপ্টেম্বর ২০২৫