চাঁদপুরের কচুয়ায় তানজিনা বেগম (৩২) নামের ২ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পৌরসভার কোয়া-চাঁদপুর গ্রামের খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা বেগম একই গ্রামের সিএনজি চালক খলিলুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার তানজিনা বেগম পাশ্ববর্তী মুরগীর খামারের আড়ার সাথে ফাঁস দেয়। এসময় তার ছেলে তামিম ফাঁস দেয়া অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। তবে তার মৃত্যুর প্রকৃত রহস্য জানাতে পারেনি পরিবার।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিহতার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur