হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কোয়া চাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কচুয়া উপজেলার প্রায় শতাধিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৫শতাধিক ছাত্র অংশগ্রহন করেন।
জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. খোরশেদ আলমের সার্বিক সহযোগীতায় এবং কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফের সভাপতিত্বে কুরআন প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি.এস. ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগীতায় ৫ পারা পর্ব, ১০ পারা পর্ব, ২০ পারা পর্ব এবং ৩০ পারা পর্ব গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের প্রথম সাত জন চাঁদপুর জেলা হিফজুল হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
কচুয়া প্রতিনিধি, ১৯ অক্টোবর ২০২৩