কচুয়ায় তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিন ব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে। দহুলিয়া জামি’আত তাওহীদ মাঠে ২দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম দিনে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, শায়খ সাইফুদ্দিন বেলাল মাদানী, মোকারক বিন মুহসিন মাদানী, জামশেদ মজুমদারসহ আরো অনেকে।
মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান রাখেন, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,মোজাফফর বিন মহসিন,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও বাশার বিন হায়াত আলী প্রমুখ।
এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. জামাল হোসেন সোহান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, মাদ্রাসার অধ্যক্ষ আকরামুজ্জামান, শিক্ষক আব্দুল মালেক মিয়াজী, সিরাজুল ইসলামসহ ধর্মপ্রান মুসল্লিগন উপস্থিত ছিলেন । উক্ত দু’দিন ব্যাপী মাহফিল পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারী হাজী মো. দুলাল মিয়া।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur