কচুয়ায় ২দিন ব্যাপী ইসলামী সম্মেলন সম্পন্ন

চাঁদপুরের কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিন ব্যাপী ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার দহুলিয়া জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসা মাঠে দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রথম দিনে বয়ান রাখেন, শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী,আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী,শায়খ মীর মোয়াজ্জেম হোসেন সাইফী,রফিকুল ইসলাম বিন সাঈদ ও আব্দুল্লাহ বিন এরশাদ প্রমুখ।

দ্বিতীয় দিনে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকী সালাফী, ড. মুযাফফর বিন মুহসিন,শায়খ ড. মুফতি ইমাম হোসেন,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও বাশার বিন হায়াত আলী প্রমুখ। দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনে কয়েক হাজার মুসল্লিগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৫ ডিসেম্বর ২০২২

Share