চাঁদপুরের কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামের অধিবাসী কৃষক জমির হোসেনের ছেলে বাক প্রতিবন্ধী মোজাম্মেল হোসেন ১৮দিন ধরে নিখোঁজ রয়েছেন। ছেলের অপেক্ষায় এখনো পথ চেয়ে বসে আছেন বাবা-মা ও আত্মীয় স্বজন। গত ২১ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজন ও বিভিন্ন এলাকায় খোজ নিয়েও তাকে কোথায় পাওয়া যায়নি। ছেলের সন্ধান চেয়েছেন পরিবার।
বাক প্রতিবন্ধী মোজাম্মেল হোসেনের বাবা জমির হোসেন ও মা রাবেয়া বেগম জানান, পূর্বে কয়েক বার সে হারিয়ে গেলেও সে আবার ফিরে এসেছে, কিন্তু এখন আর ফিরে আসেনি। ছেলের জন্য আজো কান্নায় করছেন পুরো পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি বাক প্রতিবন্ধী মোজাম্মেল হোসেনকে পেলে ঠিকানায় ও ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তারা। পাশাপাশি ছেলেকে খুজেঁ পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। কেউ সন্ধান পেলে ০১৮৫৮০৫০০০৩, ০১৬১৫৮৬৯২৩২ এই নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করা গেল।
স্থানীয় অধিবাসী গোলাপ শাহ সহ একাধিক লোকজন জানান, বাক প্রতিবন্ধী মোজাম্মেল হোসেন একজন সহজ সরল প্রকৃতির লোক। কোনো কথা বলতে পারে না। সারাদিন বাড়ির আশে পাশে ঘুরোফেরা করত। কিন্তু কয়েক দিন ধরে তাকে খুজেঁ না পেয়ে তার বাবা মা ও আত্মীয় স্বজন ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ ডিসেম্বর ২০২৪