কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার গুলবাহার এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত. হোসেন আহম্মেদের ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ী আলমীর হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur