হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কচুয়ায় ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন কেটাগরিতে বিজয়ী মেধাবী হাফেজদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দিনভর এ প্রতিযোগিতা শেষে কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহ ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও শিল্পবতি আলহাজ্ব খোরশেদ মো. খোরশেদ আলম এর সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠাপোষকতায় ওই মাদ্রাসা মাঠে, পবিত্র কুরআন মুখস্তকারী ১-৫, ৫-১০, ১০-২০ ও ২০-৩০ এ চার কেটাগরিতে ৬০ জন কুরআনে হাফেজ ও কুরআন মুখস্তকারী হাফেজদের মাঝে পুরষ্কার ও সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে কচুয়া জামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাও. আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাদেশের প্রখ্যাত হাফেজ ও হুফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান সাইখ আব্দুল হক (দা.বা)।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পুরষ্কার বিতরন করেন উজানী মাদ্রাসার পীর হওরত মাও. আশেক এলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দ্বীনি ব্যাক্তিত্ব আল্লামা মুফতি মোস্তাকুন্নবী কাসেমী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাও. রাশেদ বিন মহসীন ও সাধারন সম্পাদক হাফেজ মাও. মাহমুদুল হাসান প্রমুখ। এসময় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, সামাজিক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur