Home / উপজেলা সংবাদ / কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কুরআন

কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর জেলাব্যাপী প্রতিযোগিদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়েছে।

২৪ জানুয়ারি মঙ্গলবার কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জেলার ৫০টি মাদ্রাসার ১৭০জন শিক্ষার্থী কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পরে ২০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার,নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া জামিয়া আহমাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা আবু হানিফা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ নেছার আহমেদ আন নাছিরী ও কচুয়ার নিশ্চিন্তপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হাফেজ ক্বারী মো. শফিকুল ইসলাম,মুহাম্মদ হুজাইফয়া বিন আব্দুল হক,সমাজসেবক ইকবাল হোসেন ও শরীফুল ইসলাম মিঠু সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে হাজীগঞ্জ আল ইহসান মাদ্রাসার শিক্ষার্থী সোহান প্রথম,জাবেদ হোসেন দ্বিতীয় ও কচুয়ার আকানিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন তৃতীয় স্থান পুরস্কার গ্রহন করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৩