Home / উপজেলা সংবাদ / কচুয়ায় হামলা ও ভাংচুরের ঘটনায় আটক এক
হামলা

কচুয়ায় হামলা ও ভাংচুরের ঘটনায় আটক এক

চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে ফকির বাড়িতে মৃত ইব্রাহীম ফকিরের স্ত্রী রোজিনা বেগম ও তার এতিম ৩ সন্তানকে বাড়ি থেকে উচ্ছ্বেদ চেষ্টা, বাড়িঘরে হামলা, ভাংচুর ও হুমকি-ধমকির ঘটনায় নুরুন্নাহার নামের
একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু কুমার ধর, নুরুন্নাহার বেগমকে সফিবাদ গ্রাম থেকে আটক করে পরদিন সোমবার জেল হাজতে প্রেরণ করে।

জানা গেছে, কচুয়া উপজেলার সফিবাদ ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মো. ইব্রাহীম ফকির লিবিয়ায় দালালের খপ্পরে পরে আটকে থেকে চলতি বছরের ১৮ জানুয়ারী মারা যান। এর পর থেকে ইব্রাহীম ফকিরের স্ত্রী সফিবাদ গ্রামে এলাকাবাসী ও বিত্তবানদের সহযোগিতায় অতি কষ্টের মধ্য দিয়ে তার অসহায় ৩ সন্তান নিয়ে বসবাস করে আসছে। ২০ নভেম্বর তার ভাসুর মোহাম্মদ আলী বহিরাগত লোকজন নিয়ে তার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও শ্রীলতাহানীর চেষ্টা করে। এ ঘটনায় বিধবা নারী রোজিনা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২১। তারিখ: ৩০.১১.২০২৪। ওই মামলায় সফিবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী, সিদ্দিকুর রহমানের স্ত্রী নুরুন্নাহার বেগম, মোহাম্মদ আলীর স্ত্রী কোহিনুর বেগম ও উত্তর পদুয়া মোল্লা বাড়ির মৃত মোতালেব এর স্ত্রী পারভীন বেগমকে আসামী করা হয়। ওই মামলার প্রেক্ষিতে রবিবার রাতে ২নং আসামী নুরুন্নাহার বেগমকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বিধবা নারীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের মামলার আসামী নুরুন্নাহার বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ ডিসেম্বর ২০২৪